নিম্নের বিষয়টি শুনতে পারবেন।
ডাউনলোড করে পড়তে পারবেন।
পড়ার চেয়ে যারা শুনতে পছন্দ করেন, তাঁরা এখানে বিষয়টি শুনতে পারবেন।
অনলাইন বা সফট কপি পড়তে অভ্যস্ত নন, তাঁরা ডাউনলোড করে পড়তে পারবেন।
৮৮। সংযুক্ত তহবিলের উপর দায়
সংযুক্ত তহবিলের উপর দায়যুক্ত ব্যয় নিম্নরূপ হইবে:
(ক) জাতীয় পরিষদ ও রাষ্ট্রপতির দপ্তর সংশ্লিষ্ট ব্যয়;
(খ) এই সংবিধানের ১৪৭ অনুচ্ছেদের (৩ ও ৪) দফায় উল্লিখিত,
এইরূপ কোন পদে অধিষ্ঠিত বা কর্মরত ব্যক্তিদের দেয় পারিশ্রমিক এবং
তাঁদের বিশেষ অধিকার প্রাপ্তির ব্যয়,
(গ) সংসদ ও এই সংবিধানের ৪৮ঘ অনুচ্ছেদের (৩) দফায় উল্লিখিত
প্রতিষ্ঠানসমূহের কর্মকর্তা-কর্মচারীদের দেয় পারিশ্রমিকসহ প্রশাসনিক ব্যয়;
(ঘ) সুদ,
পরিশোধ-তহবিলের দায়, মূলধন পরিশোধ বা তাহার
ক্রম-পরিশোধ এবং ঋণসংগ্রহ-ব্যপদেশে ও সংযুক্ত তহবিলের জামানতে গৃহীত ঋণের
মোচন-সংক্রান্ত অন্যান্য ব্যয়সহ সরকারের ঋণ-সংক্রান্ত সকল দেনার দায়;
(ঙ) কোনো
আদালত বা ট্রাইব্যুনাল কর্তৃক নাগরিকতন্ত্রের বিরুদ্ধে প্রদত্ত কোনো রায়, ডিক্রী বা রোয়েদাদ কার্যকর করিবার জন্য প্রয়োজনীয় যে কোন পরিমাণ অর্থ;
এবং
(চ) এই
সংবিধান বা সংসদের আইন-দ্বারা অনুরূপ দায়যুক্ত বলিয়া ঘোষিত অন্য যে কোনো ব্যয়।
“০০। ককককক= নতুন উপধারা বা ধারা, ককককক= সংযুক্ত, [কককক]০০=সংশোধিত বা পরিবর্তিত, ককককক= বিলুপ্ত, ককককক= অপরিবর্তিত"